প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ৩:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২১, ১:১৪ পি.এম
অবিনাশী আমি মৃম্নয়
অবিনাশী
আমি মৃম্নয়
লেখক : কাজী মেহবুব ইয়াছীন সৃজন
ভূলোক,দুলোক,গোলোক ছেদিয়া
সব করিব জয়।
আমি চিম্নয়
নজরুল, রবীন্দ্র, সেক্সপীয়র হেরিয়া
বিশ্ব করিব জয়।
আমি সৃষ্টির অভিশাপ
জগাই, মাধাই, রাহুরে ধ্বংসিয়া
দূর করিব যত পাপ।
আমি মহাত্রাস
চেঙ্গিস, মুসোলিনি, হিটলার বধিয়া
ধরায় করিব বাস।
আমি ষোড়শী তন্বীর বাকা চাহনী
দুঃখ, দারিদ্র্য, হতাশা ঘোচিয়া
মুক্ত করিব ধরণী।
আমি ধর্ষিতার ছেড়া কাচলি
দুরাত্মা, দুর্জন, পাষাণ দূরিয়া
পুস্পে ভরে দেব অঞ্জলি।।
Copyright © 2024 নরসিংদীর আওয়াজ. All rights reserved.