নরসিংদী প্রতিনিধি :---চতুর্থ ধাপে নির্বাচনকে সামনে রেখে নরসিংদী পলাশ উপজেলায় জিনারদী ইউনিয়ন এ চেয়ারম্যান নৌকার প্রার্থী কামরুল ইসলাম গাজী ও তার সমর্থকরা অতর্কিত হামলা করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডভোকেট জুটন চন্দ্র দত্তর উপর অভিযোগ করেন তিনি।
জুটন চন্দ্র দত্ত বলেন, শুক্রবার রাতে জিনারদী ইউনিয়ন এর বরাবর মোর এলাকায় তিনি ও তার সহকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণার কাজ চালাইতে ছিলেন এমন সময় হঠাৎ কামরুল ইসলাম গাজী ও তার সহকর্মীরা তার উপর ও তার সমর্থকদের উপর অতর্কিত হামলা চালান । এ সময় তিনি সহ ৪ জন আহত হয়। তিনি আরো বলেন অল্পর জন্য প্রাণ বেঁচে গেল আমাদের। এই ব্যাপারে তাৎক্ষণিক পলাশ থানায় তিনি অবহিত করার পর ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
অন্যদিকে কামরুল ইসলাম গাজীর পক্ষে এক কর্মী জানান জুটন চন্দ্র দত্তের কর্মীরা নৌকার কর্মীর উপর হামলা চালায়।