সুমন পালঃ আসন্ন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সুখায়ু সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আজাহার অমিত প্রান্ত 'র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সুখায়ু সংগঠনের আয়োজনে আজ ২৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সুখায়ুর অস্থায়ী কার্যালয় ভগিরথপুর আমারা গার্ডেন নবাবী বৈঠকখানায়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ও সুখায়ুর প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আজাহার অমিত প্রান্ত। সভায় সভাপতিত্ব করেন সুখায়ু সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন ভূইয়া। সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মোঃ আহসান হাবীব রোমান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম খাঁন, সুখায়ু সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ফ.আ.সাঈদ হাসান কাজল, সদস্য মাহমুদ হাসান চৌধুরী আপেল, আলহাজ্ব আবুল হোসেন, আলহাজ্ব বোরহান উদ্দিন। মতবিনিময় সভায় সুখায়ূ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
##
সুমন পাল
মাধবদী নরসিংদী