সুমন পালঃ ২৮নভেম্বর আসন্ন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ ভগিরথপুর শাহী ঈদগাহ মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ পলাশ আসনের সাবেক সাংসদ কামরুল আশরাফ খাঁন পোটন।
সভায় সভাপতিত্ব করেন ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং মিলস এর পরিচালক হাজী আইয়ুব আলী।
সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আলী হোসেন শিশির, মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, মুক্তাদিন ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলস্ এর এমডি আলহাজ্ব জাকির হোসেন ভূইয়া, এমএমকে ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলস্ এর পরিচালক আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং মিলস এর পরিচালক আব্দুল মোতালিব মিয়া, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান, মেহেরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী ও নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক আলহাজ্ব আজাহার অমিত প্রান্ত।
মতবিনিময় সভায় মেহেরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান অশ্রুসিক্ত কন্ঠে আসন্ন নির্বাচনে নৌকা প্রতিক পাওয়া আজাহার অমিত প্রান্ত কে সমর্থন জানিয়ে নৌকার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক পবিত্র রঞ্জন মহাদেব, পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, আমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী আব্দুলাহ ইবনে রইছ মিঠু সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
##
সুমন পাল
মাধবদী