সুমন পালঃ আজ ৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে নরসিংদী র্যাব ১১ সিপিএসসি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন র্যাব ১১ নারায়ণগঞ্জ এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা (পিএসসি)। সংবাদ সম্মেলনে র্যাব অধিনায়ক বলেন, ৯ নভেম্বর ভোরে রায়পুরা থানাধীন মির্জাচর এলাকায় অভিযান পরিচালনার সময় কুখ্যাত 'স্বাধীন বাহিনী'র প্রধান স্বাধীন সহ দলের অন্য সদস্যরা র্যাবের টিমকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষন শুরু করে, জানমাল ও সরকারি সম্পদ রক্ষার্থে র্যাবও পাল্টা গুলিবর্ষণ করে। এক পর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে রায়পুরা থানার মির্জাচর গ্রামের হত্যাসহ অসংখ্য মামলার পলাতক আসামী কুখ্যাত স্বাধীন বাহিনীর প্রধান আঃ সাত্তার ওরফে স্বাধীন (৫৪), কালন(৩০), নাজির হোসেন(৩৫), বিল্লাহ হোসেন (৩৫), জুয়েল(২৫), আবুল হোসেন (৫৫), মোঃ আনিস(২৬), খোকন মিয়া(৩২), মিজানুর রহমান (৪৫), আইব আলী(৪৪), নাসির (৩০), লিটন(২০) কে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে ১টি রিভালবার, ২রাউন্ড রিভালবারের গুলি, ১টি ইউএস এর তৈরি শর্টগান, ২৯রাউন্ড শর্টগানের গুলি, ১টি ওয়ান সুটার গান, ৬টি রামদা, ১টি ছোরা, ১টি তলোয়ার, ১টি কিরিচ, ২টি সামুরাই, ১টি চাপাতি, ৩টি বুলেট প্রুফ জ্যাকেট, নগদ ৮হাজার ৮শত আশি টাকা এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গুলিবর্ষন চলাকালে স্বাধীন বাহিনীর পক্ষ থেকে প্রায় ৩০রাউন্ড গুলি ফায়ার করা হয় অপর দিকে র্যাব ১২রাউন্ড গুলি ফায়ার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
##
সুমন পাল