নরিসংদী প্রতিনিধিঃ
দক্ষ গ্রাম প্রকিরক্ষা বাহিনী গড়ে তোলার লক্ষে দশদিনব্যাপি গ্রামভিত্তিক অস্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ এর সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শিবপুর উপজেলা সহকারী কমিসনার ( ভুমি) মোঃ শাহরুখ খান প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
আজ বৃহস্পিতবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন পরিষদ হলরুমে এই সমাপনী ও সনদপত্র্র বিতরণ অনুস্ঠিত হয়।
এসময় প্রশিক্ষনার্থীদের উদ্যেশে আলোচনা করেন সার্কেল এড্যজুটেন্ট মোঃ আমির হামজা, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাশিহুল গনি স্বপন, শিবপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক আলমগীর চৌধুরী ও শম্পা বেগমসহ আরো অনেকে।
প্রশিক্ষনে সাধারচর ইউনিয়নের ৩২ জন পুরুষ ও ৩২জন মহিলা সহ মোট ৬৪ জন প্রশিক্ষনার্থী এতে অংশগ্রহন করে।
প্রশিক্ষনে আলোচকরা বলেন, গ্রাম প্রতিরক্ষা বাহিনী এমন একটি স্বেচ্ছাসেবী বাহিনী যারা দেশের প্রতিটি ক্রান্তিকাল থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব পালন করে থাকে। এরমধ্যে অন্যতম দেশের সকল নির্বাচন, পুজামন্ডপে দায়িত্ব পালন, করোনায় সচেতনতা বৃদ্ধি ও করোনার টিকা প্রদানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাই সরকার এই বাহিনীকে দক্ষকরে গড়ে তোলার লক্ষে এই প্রশিক্ষনের আয়োজন করে।