সুমন পালঃ নরসিংদী জেলার মাধবদী থানা পুলিশ জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম এর আদেশক্রমে সদর সার্কেল সাহেদ আহমেদ এর দিকনির্দেশনায় মাদক, পলাতক আসামি, ডাকাত, সন্ত্রাস নির্মূলে কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুজ্জামান এঁর নেতৃত্বে গত ১৪ সেপ্টেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সঞ্জয় কুমার দাস, এএসআই হারেজ মিয়া, এএসআই রুবেল মিয়া ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায়
মোহাম্মদ লিটন ওরফে ডাকাত লিটন(৪৫) কে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানাযায় মাধবদী থানার মৈশাদী গ্রামের মৃত দীন মোহাম্মদ এর ছেলে মোহাম্মদ লিটন ওরফে ডাকাত লিটন। তার বিরুদ্ধে আড়াইহাজার থানার ২টি ডাকাতি মামলা ও একটি হত্যা মামলার ওয়ারেন্ট রয়েছে। যা দীর্ঘ ২০১৩ সাল হইতে মাধবদী থানায় তিনটি ওয়ারেন্ট মুলতবি ছিল। সে দীর্ঘ নয় বছর পর্যন্ত নাম পরিচয় গোপন করে
পলাতক ছিল। আরো জানাযায় লিটন ডাকাত নুরালাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেক হোসেনের বাড়িতে ডাকাতি করার সময় উপস্থিত ছিল এবং সেই মামলারও আসামি।
##
সুমন পাল
মাধবদী