নরসিংদী প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর ঘোষিত করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারের মাঝে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর পক্ষ থেকে প্রনোদনার অর্থ পেয়েছে নরসিংদীর ক্ষতিগ্রস্ত ১১ জন ব্যবসায়ী পরিবার।
রোববার বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কক্ষে নরসিংদী সদর উপজেলার করোনার প্রনোদনার অংশ হিসেবে ১১জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২২ লাখ টাকা বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্শেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঋৃনের অর্থ বিতরণ করেন।
এসময় উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তা মো: শামীম সভাপত্বি করেন।
এসময় অফিসের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।