ভ্রাম্যমান প্রতিনিধি : সোমবার(৬ সেপ্টেম্বর) বিকেলে মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৮নং বিট পুলিশের আয়োজনে বিট পুলিশিং আলোচনা সভা করা হয়।
"মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। আমরা আছি আপনাদের পাশে ,মানবিক পুলিশের চোখে ,জনতার আকাঙ্ক্ষা লেখা থাকে। বিট পুলিশিং বাড়ি বাড়ি ,নিরাপদ সমাজ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করতে গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামিদের আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নির্বাচিত জনপ্রতিনিধি ও ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন ভূইয়া রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব সাহেব আলী পাঠান। অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল, জনাব শাহেদ আহমেদ ,অফিসার ইনচার্জ মাধবদী থানা মোঃ সৈয়দুজ্জামান ইন্সপেক্টর (তদন্ত)ও বিট অফিসার উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
এসময় প্রধাণ অতিথি তার বক্তব্যে মাদক, ইভটিজিং,বাল্যবিবাহ , সন্ত্রাস-জঙ্গিবাদ, চুরি, ডাকাতি ইত্যাদির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি ইউনিয়নের ৯৬টি ওয়ারেন্টের ৬০ জন পলাতক আসামিকে হাজির করার জন্য তাদের আত্মীয়-স্বজনদের অঙ্গীকার প্রদান করেন।
অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আসাবুদ্দিন, আমদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আমদিয়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সোহেল আহমেদসহ এলাকার নেতৃস্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।