মোশারফ হোসেন নীলু (স্টাফ রিপোর্টার)
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগস্ট বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে, সাংবাদিকদের ১৪ দফা দাবী আদায়ের স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির, পরিচিতি ও বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় গাজীপুরের জয়দেবপুর উপজেলার শ্যামলী রিসোর্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমন’র সভাপতিত্বে, হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন’র সঞ্চালনায় পরিচিতি ও বার্ষিক কর্ম পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গাজীপুর জেলা কমিটির আহবায়ক ড. এ.কে.এম রিপন আনসারী, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মোঃ মোশারফ হোসেন নিলু ও মোঃ হারুন রাশেদ, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মিজানুর উর রশিদ মিজান, সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল সরদার, সহ-সম্পাদক সোহাগ আরেফিন, সহ-সাংগঠনিক সম্পাদক কবির নেয়াজ, আকরাম হোসেন, হাসান তুহিন, কোষাধ্যক্ষ শারমিন সুলতানা মিতু, কেন্দ্রীয় সহ আইটি সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু (ঝালকাঠি জেলা সম্পাদক) বিএমএসএফ ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি শিবলী সাদিক খান, গাজীপুর জেলার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আবু বকর
সিদ্দিক,বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি নাজিম উদ্দিন, বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু প্রমুখ।
বক্তারা বিএমএসএফের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমন সহ ১১ সাংবাদিকের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা,নরসিংদী ও কুমিল্লায় সাংবাদিকের উপর হামলাসহ সারাদেশে সাংবাদিকের উপর মামলা হামলার প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদেকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান। এ সময় বক্তারা বিএমএসএফের ১৪ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও গাজীপুর জেলা কমিটির সদস্য সচিব আব্দুল হামিদ খান, নরসিংদী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, গাজীপুর জেলা কমিটির আহবায়ক সদস্য মোঃ হাসান, মোঃ রফিকুল ইসলাম, কামরুন্নাহার সীমা ( কুষ্টিয়া) ।
বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ রানা, বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির দপ্তর সম্পাদক আতিকুল রহমান, বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, মহানগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চঞ্চল খান, আজকের বাংলা সংবাদ এর সম্পাদক এস.এম. জহিরুল ইসলাম, জি নিউজের সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, সাংবাদিক হাজী মুছা, বিএমএসএফ মাধবদী থানা কমিটির সভাপতি আঃ কুদ্দুস ও সিনিয়র সহ-সভাপতি আঃ হান্নান মানিকসহ প্রমুখ।