মোঃ নুরআলমঃ-
নরসিংদীর মাধবদীতে বিনামূল্যে অক্সিজেন এবং চিকিৎসা সহায়তা কার্যক্রম শুরু করেছে “সাপোর্ট ফাউন্ডেশন” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার (29 জুলাই) সন্ধায় এক সেমিনারে সেবামূলক এ কার্যক্রমের উদ্বোধন হয়। সাপোর্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য রোমান মিয়া ও সদস্যবৃন্দ এবং মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আল-আমিন সরকার মানবিক এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে বক্তারা বলেন,আমরা সংগঠনের আগ্রহী সদস্যদের নিয়ে টিম গঠন করেছি। এই দল করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সহযোগিতা করবে। প্রয়োজনে মানুষকে টিকার আওতায় আনতে সহযোগিতা করা হবে।
বর্তমানে স্বল্প সংখ্যক অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমরা বিনামূল্যে এই সেবা দেওয়ার লক্ষে কার্যক্রম শুরু করছি। পর্যায়ক্রমে এর পরিধি বাড়বে।
করোনা আক্রান্ত কোনো রোগীর অক্সিজেনের প্রয়োজন হলে হটলাইন নম্বরে যোগাযোগ করলে (রোমান-01740-950260, মোবারক-01782-135626, কাউসার- 01910-204112, নাঈম-01674-755880, ইব্রাহিম-01934-911700)
স্বেচ্ছাসেবী টিম দ্রুত তার নিকট অক্সিজেন সরবরাহ করবে। এছাড়াও প্রয়োজনীয় টেলিমেডিসিন সেবাও দিবে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।