সুমন পালঃ
ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় বিদ্যালয়ের হল রুমে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও নরসিংদী চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আঃ কাইউম মোল্লা। অনুষ্ঠানের উদ্ধোধন করেন বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য ও মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল রশিদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী চেম্বার অব কমার্সের নব নির্বাচিত পরিচালক আলহাজ্ব মনির হোসেন ভিপি মনির, নীলা ডাইং এর এম,ডি আলহাজ্ব শফিউদ্দীন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মাসুদ আলম, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আলহাজ্ব রফিকুল ইসলাম, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাতেন আঃ বাতেন, মুক্তাদিন ডাইং এর পরিচালক মোঃ মোক্তাদিন হোসেন ভুইয়া, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এসএম আলম মোল্লা, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রাফিউদ্দীন সুজন, নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল বাদশা, সমাজ সেবক আমিন উদ্দীন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মৌলভী সোহরাব হোসেন। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ।