মনিরুজ্জামান, নরসিংদী : বাংলাদেশ জামায়েতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে শহরের শিক্ষা চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সদর জামায়াতে ইসলামীর আমির মাহফুজ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার আমির মাওলানা মোছলেহ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা আমজাদ হোসেন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সহকারি সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, অধ্যাপক মকবুল হোসেন, শ্রমিক কল্যাণের সেক্রেটারি জামাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুর রশিদ হাসেমী, জেলা ছাত্র শিবিরের সভাপতি রুহুল আমিন ও মাওলানা আব্দুল লতিফ খান সহ বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর ৫ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।