মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ফেব্রুয়ারি নরসিংদী ষাটিরপাড়া কালি কুমার উচ্চ বিদ্যালয়ে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নতুন করে স্বাধীনতার পর অনেক দিন হয়ে গেলো এখনো আমরা আমাদের নিবন্ধন ফিরে পাইনি। আমাদের প্রতীক ফিরে পাইনি। আমি সরকারের কাছে আহ্বান জানাবো আমাদের প্রতীকসহ নিবন্ধন ফেরত দিন। তিনি আরো বলেন এক এক করে অনেকেই জেল থেকে বের হয়ে গেছে কিন্তু আমাদের কলিজার টুকরা জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম এখনো ছাড়া পাননি, কেনো তিনি মুক্তি পাননি? জনতার দাবির মুখে এখনি মুক্তি দিন।
তিনি ছাত্র জনতাকে উদ্দেশ্য করে বলেন তোমরা যে জন্য জীবন দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছ যে পর্যন্ত সে উদ্দেশ্য বাস্তবায়ন না হবে আমরা তোমাদের সাথে আছি।
এছাড়াও নরসিংদীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে সরকারের প্রতি আহ্বান জানান। জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মুছলেহুদ্দীন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সেক্রেটারী মাওলানা আমজাদ হোসেন এর উপস্থাপনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন , কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ ফ ম আব্দুস সাত্তার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুল জব্বার প্রমূখ।
উল্লেখ্য যে গত সুদীর্ঘ প্রায় ১৭ বছর পর উম্মুক্ত মঞ্চে অত্যন্ত সুশৃংখলভাবে জামায়াত নরসিংদীতে জনসভা করেছে। জনসভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত হয়ে নির্দিষ্ট সময়ের পূর্বেই সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
০১৯১২ ৪৮৫০৮৫