সুমন পালঃ রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সদর এর আয়োজনে পাঁচদোনা (ISHC) সভাপতি হাজী রফিকুল এর পরিচালনায় পাঁচদোনা ইউনিয়ন পরিষদ হলরুমে ২৩জানুয়ারী বৃহস্পতিবার এমওইউ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার উদ্দেশ্য ছিল পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বয়স্ক ভাতার সদস্য নির্বাচন করা। বয়স্ক ভাতা সময়মতো পাওয়া নিশ্চিত করা। শতভাগ প্রবীণ তালিকাভুক্ত করা। প্রবীণদের প্রযুক্তিগত প্রতিবন্ধকতা(যেমন মোবাইল ফোন ব্যবহার না জানা)দূর করা। প্রবীণগণ বয়স্কভাতা পাওয়ার ক্ষেত্রে যে সকল সমস্যার সম্মুক্ষিণ হয় তা দূর করার চেষ্টা করা। প্রবীণ নারীদের বয়স্ক ভাতা ব্যবহারের ক্ষেতে প্রতিবন্ধকতা দূর করা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আশরাফুল ইসলাম খান। আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর সাব ডিষ্ট্রিক কোর্ডিনেটর (ISIGOP) নুর মোহাম্মদ, সহকারী সমাজ সেবা অফিসার মোঃ রাকিবুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ লোকমান হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আরিফ উদ্দিন, শিলমান্দী ইউপি প্যানেল চেয়ারম্যান সেলিনা বেগম, পাঁচদোনা ইউপি প্যানেল চেয়ারম্যান নজরুল গাজী, শিলমান্দী ইউপি পরিষদের সমাজ সেবা কর্মকর্তা তাহমিদা আমদিয়া ইউনিয়ন(ISIGOP) সভাপতি শামীম আহসান দেলু, মহিষাশুড়া ইউনিয়ন (ISIGOP) জিএম মতিউর রহমান, রিক মাইক্রোফিন্যান্স আ: হালিম, মনিটরিটিং ফেসিলেটর(ISIGOP) আমজাদ হোসেন ও ইয়াকুব মাঝি, সহ রিক এর নরসিংদী সদর শাখার ১২টি (ISHC) সভাপতি বৃন্দ।