প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২১, ৫:১১ এ.এম
নরসিংদীতে বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার – ২
মনিরুজ্জামান :- বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ দুইজনকে আটক করেছে র্যাব ১১। এসময় ৫৫৫ লিটার অপ্রক্রিয়াজাতকৃত দেশীয় মদ ও মদ তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৯ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১১ নরসিংদী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল মবিন খান। এর আগে রবিবার (২৭ জুন) ভোর রাতে পলাশ থানার সুলতানপুর এলাকার একটি দেশিয় মদের কারখানা থেকে তাদের আটক করে র্যাব। আটককৃতরা হলো সুলতানপুর গ্রামের শঙ্কর রবি দাস (৫২) ও মোঃ গোলাম মোস্তফা তোরন (৫০)।
র্যাব জানায়, মাদক বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়। তারা দীর্ঘদিন ধরে নিজ ঘরে নিয়মিত বিপুল পরিমান চোলাই মদ তৈরি করে আসছিল। এছাড়াও নরসিংদীর বিভিন্ন স্থানে নিয়মিত চোলাই মদ সরবরাহ করে থাকে তারা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পলাশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে ও জানিয়েছেন র্যাব ১১ নরসিংদীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল মবিন খান।
Copyright © 2025 নরসিংদীর আওয়াজ. All rights reserved.