এম.শরীফ হোসেন: কান্দাইল বাসস্ট্যান্ড বাজার পরিচালনা পরিষদের কমিটি গঠন ও বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ই নভেম্বর) বেলা ১১টায় নরসিংদীর মাধবদী থানাধীন কান্দাইল বাসস্ট্যান্ড বাজারের এম এ করিম সুপার মার্কেটের বর্ধিত অংশে স্থাপিত লাবিবা কম্পিউটার & লাইব্রেরী'র সংলগ্ন রুমটিকে স্থানীয় বিএনপির অফিস হিসেবে উদ্বোধন করা হয়। এর আগে কান্দাইল বাসস্ট্যান্ড বাজার পরিচালনা পরিষদ ও বণিক সমিতির কার্য্যকরি কমিটি ঘোষণা করা হয়।
বিষয় দুটি উপলক্ষে সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় বিএনপি কর্মী ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।
এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আবু সিদ্দিক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন যুবদল নেতা আমির হোসেন ভূইয়া, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাফফার আহমেদ । এছাড়াও উপস্থিত ছিলেন কে.জে নাসির মিয়া, কামরুল হাসান নাসিম ভূইয়া, মোঃ আজিম ভূইয়াসহ স্থানীয় নেতাকর্মী ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।
জানাগেছে, দীর্ঘদিন যাবৎ কান্দাইল বাসস্ট্যান্ড বাজারের পরিচালনা পরিষদ কমিটির নিষ্ক্রিয়তা এবং সবশেষে গত ৫ই আগষ্টে শেখ হাসিনা সরকারের পতনের পর হতে উক্ত বাজারের পরিচালনা পরিষদটি সম্পূর্ণভাবে অকার্যকর হলে বাজারের ব্যবসায়ীবৃন্দ নতুন কার্য্যকরী কমিটির প্রয়োজনীতাবোধ করেন। পরে বিষয়টি স্থানীয় বিএনপি নেতা আলহাজ্ব আবু সিদ্দিক মিয়াকে অবহিত করলে গত প্রায় ১ মাস পূর্বে বাজারের ব্যবসায়িদের নিয়ে একটি আলোচনা সভা করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (১৬ই নভেম্বর) উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুটি পর্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত সর্ব সম্মতিক্রমে বাজার পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী মোঃ হারিছ মিয়া, সিঃ সহ-সভাপতি হিসেবে কনফেকশনারী ব্যবসায়ী মোঃ সাইফুল মিয়া, সাধারণ সম্পাদক হিসেবে মুদি ব্যবসায়ী মোঃ শামীম ভূইয়া, যুগ্ন সম্পাদক হিসেবে থ্রিএস ফ্যাশনের স্বত্বাধিকারী এম.শরীফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে টেইলারস মোঃ নাজমুল মমিনের নামসহ মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
পরে প্রধাণ অতিথি আলহাজ্ব আবু সিদ্দিক মিয়া নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে কান্দাইল বাসস্ট্যান্ড বাজারকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে কমিটির সদস্য এবং বাজারের অন্যান্য ব্যবসায়ীদের একে অপরকে সহযোগিতা করার আহবান করেন। প্রয়োজনে তিনি সব সময় পাশে থাকবেন বলে আশ্বাস দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করেন।
পরে, একই সভার দ্বিতীয় পর্বে উক্ত রুমটিকে স্থানীয় বিএনপির শাখা অফিস হিসেবে উদ্বোধন করে বিশেষ মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়।