মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাধবদী সতি প্রসন্ন ইনস্টিটিউশনের ২০২৫ সনের এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ সেপ্টেম্বর বেলা ১১টায় স্কুলের অডিটোরিয়াম হলে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন মাধবদী সতি প্রসন্ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী এএসপি ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শেখ ফরিদ, মোঃ হাবিবুর রহমান, মোঃ আবু দাউদ, রাইমা রহমান দিপ্তী, মোঃ মোশাররফ হোসেন, শিক্ষক প্রতিনিধি মোঃ ইব্রাহিম, তোফায়েল আহমেদ লিটন, মনোয়ার হোসেন, প্রমূখ।
অভিভাবক সমাবেশে পরীক্ষার্থীদের লেখাপড়ায় ও ভালো ফলাফলে বাঁধার বিভিন্ন কারণ সম্পর্কে আলোচনা করেন। সেই বিষয়গুলো সমাধানের জন্য শিক্ষকগণ ও অভিভাবক প্রতিনিধির অনেকেই কি কি করতে হবে সে সম্পর্কে আলোচনা করেন।