সুমন পালঃ
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে কুমিল্লা জেলার ১৪টি উপজেলার প্রায় ১১ লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। এই পানিবন্দী মানুষরা খাবারের অভাবে রয়েছে অনাহারে কিংবা অর্ধাহারে। আর এই বন্যার্ত মানুষদের কথা চিন্তা করে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন এর নির্দেশনায় নরসিংদীর নুরালাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক গাজী ছাদেকুর রহমানের নেতৃত্বে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন। আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলতা মাসুদ, নরসিংদী সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নরসিংদী সদর থানা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, বুড়িচং থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, মাধবদী থানা যুবদলের সদস্য সচিব শহিদুজ্জামান অপু, মাধবদী থানা যুবদলের যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম, মাধবদী থানা তাতী দলের সভাপতি কাজী ইয়াকুব, সাধারণ সম্পাদক হাজী আজহারুল ইসলাম প্রধান, নুরালাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাই, যুগ্ম আহবায়ক মোঃ হান্নান, যুগ্ম আহবায়ক মোঃ ইলিয়াস মিয়া, হাজী মোঃ জাকির হোসেন, নাদিম মোল্লা, মোঃ ইউসুফ আলী, ইয়াসিন আহমেদ, বিশিষ্ট শিল্পপতি ও নুরালাপুর ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হাজী মোঃ আয়নুল হক, নুরালাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আফজাল হোসেন, নুরালাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম, নুরালাপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মোল্লা, নুরালাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বাহারুল ইসলাম অপু, নুরালাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন, নুরালাপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক সেলিম খান, বিএনপি নেতা শ্রী শান্ত, যুবদল নেতা ইঞ্জিনিয়ার হাবীব, ইকবাল হোসেন ভূইয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রমুখ। অত্র এলাকার ৫শত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলু ও থ্রি -পিছ বিতরণ করা হয়েছে।