সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলাধীন মাধবদীর আনন্দী এলাকার সনাতন ধর্মের লোকজনের সাথে মাধবদী পৌরসভা শ্রমিক দলের আহবায়ক মোঃ সুজন আহমেদ এর আয়োজনে মতবিনিময় করেন নরসিংদী জেলা বিএনপির সদস্য ও মাধবদী শহর ছাত্র দলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন আনু। মাধবদী পৌর এলাকায় ৯টি শারদীয় দূর্গা পূজা মন্ডব রয়েছে। যার মধ্যে ৫টি আনন্দী এলাকায়। চলমান রাজনৈতিক অস্থিরতায় অনেক পূজা উদযাপন কমিটির সদস্যের মধ্যে আতংক বিরাজ করছে। তাদের মনের আতংক দূর করে, মনে সাহস জোগানের জন্য এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আজ ৭সেপ্টেম্বর শনিবার বিকেলে আনন্দী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি অঞ্জন কুমার দেবনাথ, রাধা কৃষ্ণ মন্দিরের সেবায়েত মনোরঞ্জন দেবনাথ, রাধা কৃষ্ণ মন্দির দূর্গা পূজা কমিটির সভাপতি জগবন্ধু দেবনাথ, আনন্দী শিব মন্দির দূর্গা পূজা কমিটির সভাপতি বন্ধন সাহা, সাধারণ সম্পাদক টুটুল দাস, আনন্দী সাহা পাড়া দূর্গা পূজা কমিটির সভাপতি সঞ্জয় কুমার সাহা, আনন্দী পশ্চিম ঋষি পাড়া দূর্গা পূজা কমিটির তুলারাম দাস, আশিক দাস, সানি দাস, পূর্ব ঋষি পাড়া দূর্গা পূজা কমিটির উপদেষ্টা নারদ দাস, সত্য রঞ্জন দাস, সমীর দেবনাথ, মাধবদী কলেজ শাখা ছাত্র দলের সাবেক আহবায়ক কবির হোসেন, মাধবদী পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জল হোসেন, মাধবদী শহর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন, মাধবদী শহর সেচ্ছাসেবক দলের আহবায়ক জুবায়েরুল ইসলাম, সদস্য সচিব কাজী মাসুম, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মহব্বত আলী, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জোহর আলী, সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া, ১০নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, মাধবদী শহর ছাত্রদল নেতা সুমন আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।