সৈয়দ আমিনুল ইসলাম ( মাধবদী- নরসিংদী প্রতিনিধি)
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে পাইকারচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
গত ২১-ই আগস্ট বুধবার বৃষ্টিস্নাত দিনে বিকেল ৪টায় নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নস্থ দড়িচর বাজার মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন পাইকারচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান মাধবদী থানা বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী আব্দুর রাজ্জাক খান বাদশাহ।
বিশেষ অতিথি ছিলেন পাইকারচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মাসুম মোল্লা,৭ নং ওয়ার্ড মেম্বার অহেদ আলী।
আগত অতিথিবৃন্দসহ অন্যন্য নেতৃবৃন্দ ন বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।
এসময় বক্তব্য আরো অংশগ্রহণ করেন পাইকারচর ইউনিয়ন তাতীদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান ও সভাপতি সুন্দর আলী,পাইকারচর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন পাঠান সহ অন্যান্য স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় উপস্থিত সকলকে খিচুড়ির মাধ্যমে আপ্যায়ন করা হয়। মূল লেখা শাওন আহমেদ সা'দ।