মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদী পাইকারচর ইউনিয়ননের ২নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শহীদ মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ অসংখ্য শহীদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে পাইকারচরের কামারচর প্রাথমিক বিদ্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবদী থানা শাখার আমীর আঃ জাব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখার সেক্রেটারি মাওলানা আঃ আজিজ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নরসিংদী জেলার সাবেক সভাপতি ও শ্রমিকল্যান ফেডারেশন নরসিংদী জেলা সেক্রেটারি জামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকারচর ইউনিয়নের আমীর মাওলানা খায়রুল ইসলাম, সেক্রেটারি সাদেকুর রহমান,৷ সাবেক সেক্রেটারি মাস্টার কামাল হোসেনসহ অনেক প্রমূখ।