সুমন পালঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন মহিষাশুড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্র দল ও মৎসজীবী দল ১৬ আগষ্ট শুক্রবার দুপুরে খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী।
মহিষাশুড়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী সদর থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাধবদী শহর যুবদলের সাবেক সভাপতি ইঞ্জিঃ মফিজুল ইসলাম, মাধবদী থানা যুবদলের আহবায়ক শাহানউল্লাহ, সদস্য সচিব শহিদুজ্জামান অপু, মাধবদী শহর যুবদলের আহবায়ক মোঃ সোলাইমান ভূইয়া, নরসিংদী জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি আবু বক্কর ছিদ্দিক, পাইকারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈনুল ইসলাম ভূইয়া, নরসিংদী থানা শ্রমিক দলের আহবায়ক আঃ লতিফ, মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন, মাধবদী বিশ্ব বিদ্যালয় কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম সহ বিএনপির অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী।