মকবুল হোসেন : মাধবদী তে লোডশেডিং এর প্রতিবাদে মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের কার্যালয়ে গতকাল বিকেলে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি আলহাজ্ব আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যাবসায়ী গন উপস্থিত ছিলেন। শিল্প এলাকা মাধবদী তে মারাত্মক লোডশেডিং এর কারনে মাধবদীর শিল্প কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মারাত্মক লোডশেডিং এর কারনে অধিকাংশ কারখানায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। এই সংকট নিরসণে মাধবদী মার্চেন্ট এসোসিয়েশন কার্যালয়ে সহকারী সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান ভুঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সাহাদাত হোসেন, আলহাজ্ব গাজী সফিকুল ইসলাম, শিল্পপতি আলহাজ্ব মফিজুল ইসলাম, দোলন সাহা বিনয় দেবনাথ, হাজি মহিউদ্দিন, পল্লিবিদ্যুৎ সমিতির সভাপতি ইব্রাহিম মিয়া, বিশিষ্ট ব্যাবসায়ী হাজি মোঃ ইলিয়াস, মোশাররফ হোসেন সহ আরো অনেকে।
মকবুল হোসেন