সুমন পালঃ
বর্তমান তীব্র তাপদাহে ঘন ঘন লোড শেডিংয়ের ফলে জনজীবন সহ ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। ধ্বংস হতে চলেছে শিল্প খাত। শিল্প খাতকে বাঁচানোর জন্য নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম এর হাতে লিখিত আবেদন তুলে দেন। লিখিত আবেদনে উল্লেখ রয়েছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের জন্য জেলা প্রশাসক এর মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বরাবর আবেদন। বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচ্যের ম্যানচেষ্টার খ্যাত বাবুরহাট, মাধবদী, নরসিংদী কাপড়ের জন্য বিখ্যাত। বাংলাদেশে ব্যবহৃত কাপড়ের চাহিদার ৭০% কাপড় বাবুরহাট নরসিংদীতে উৎপাদন হয়। তাছাড়া বিদেশে রপ্তানিমূখী কাপড়ের ৩০% কাপড়ের চাহিদা পূরণ করে থাকে। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর অধীনে প্রায় ৮৫০০শিল্প কারখানা ও ছোট ক্ষুদ্র শিল্প প্রায় ১০হাজার রয়েছে। বর্তমানে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিদ্যুতের চাহিদা ১৭২মেঃওঃ কিন্তু আমরা পাচ্ছি ১১০মেঃওঃ। প্রতিদিন লোড শেডিং হচ্ছে ৪০%-৪৫%। এই লোডশেডিং এর ফলে অত্র এলাকার শিল্প প্রতিষ্ঠান প্রায় বন্ধের পথে। প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে প্রায় ১০লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে, সেই সাথে ১০লক্ষ পরিবার ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে। অর্থনীতিতে বড় ধরনের ধ্বস নামবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন প্রণোদনা দিয়ে শিল্প প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গড় ক্রয় বিক্রয় প্রতি মাসে ৯০কোটি টাকা। উল্লেখ্য এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড কর্তৃক নরসিংদী পবিস-১ ৭৯ নির্মাণাধীন GIS(জিআইএস) উপকেন্দ্র নির্মাণ দ্রুত করলে উক্ত সমস্যা কিছুটা লাঘব হবে।