1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz

সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যাকান্ডের ২নং আসামী রাসেল গ্রেপ্তার।

  • আপডেট সময়: শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৪০ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যাকাণ্ডের সাথে জড়িত মাস্টার মাইন্ড আসামী রাসেল মাহমুদকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার দুপুরে নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আলোচিত মাহবুবুল হাসান হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই নম্বর আসামি রাসেল মাহমুদকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বৃহস্পতিবার রাতে কাতার এয়ারলাইন্স যোগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে রাসেল এমন খবর পাওয়ার সাথে সাথে জেলা পুলিশ ও ডিবির একটি টিম এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় কাতার থেকে ফিরতি ফ্লাইটে বাংলাদেশ এনে তাকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে। আজ তাকে আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড চাইবো। রিমান্ডে বাকি তথ্য উদঘাটনের চেষ্টা করবো। এই হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত
মাহবুবুলের ভাই হাফিজুল্লাহ নিজে বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞতামামা ১২ জনকে আসামী করে মাধবদী থানায় অভিযোগ করেন। এরপর পরপর নরসিংদী জেলা পুলিশ ৭২ ঘণ্টার মধ্যে ৬ জন এজাহার নামীয় আসামী এবং আরো আটজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ মে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে একদল দুর্বৃত্ত মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় মাহবুবুল হাসানকে (৪০) কুপিয়ে হত্যা করে। এসময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা সাঈদ হাসান পাপ্পু (৩৮) ও ফরহাদ মিয়া (৪০) নামে আরও ২ জন। ভগিরথপুর গ্রামের হাজী ইমাম উদ্দিনের ছেলে নিহত মাহবুবুল হাসান মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.