মনিরুজ্জামান, নরসিংদীঃ নরসিংদীতে মাধবদী মহা বিদ্যালয়ের ২০২৩'২০২৪ সালের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৩ মে) সকাল সাড়ে এগারোটায় মাধবদী মহা বিদ্যালয়ের দক্ষিণ পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় এ পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মাধবদী মহা বিদ্যালয়ের সহ কারী অধ্যাপক ও ইংরেজী বিভাগের প্রধান বাবু যশোদা দুলাল চক্রবর্তী, সহকারী অধ্যাপিকা ও যুক্তি বিদ্যা বিভাগের প্রধান এস এম খাদিজা আক্তারের সঞ্চালনায় নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাধবদী মহা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে বিদ্যালয় হতে, বুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে মাধবদী মহা বিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন সেসকল কৃতি ক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করেন।
মাধবদী মহা বিদ্যালয়ের অধ্যক্ষ দিলীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এসময় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত বিদ্যোৎসাহী সদস্য ও মাধবদী পৌর মেয়র হাজী মোশারফ হোসেন প্রধান মানিক, বোর্ড কর্তৃক মনোনীত বিদ্যোৎসাহী সদস্য ও রমনী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দীন ভূঁইয়া লিটন, হিতৈষী সদস্য ও মাধবদী পৌরসভার সাবেক মেয়র মোঃ সফিউদ্দিন, অভিভাবক প্রতিনিধি হাফিজুর রহমান, নজরুল ইসলাম, সমির দেবনাথ, শিক্ষক প্রতিনিধি বিলকিস সরকার পুতুল, উত্তম কুমার সাহা, কামরুল হক, মোঃ আমিনুল ইসলাম, মাধবদী মহা বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।