সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী থানার ভগিরথপুর গ্রামে প্রতিবন্ধী ও তার পরিবারের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে। মাধবদী থানায় অভিযোগ থেকে জানাযায়, প্রতিবন্ধী মোঃ নজরুল ইসলাম এর সহিত একই এলাকার নুরুল হক এর ছেলে মোঃ বশির মিয়ার জমি সংক্রান্ত বিরোধের জেরধরে গত ১৯/৫/২৪ইং দুপুরে বাড়ির ছাদ নির্মাণের জন্য রাজমিস্ত্রী কাজ শুরু করলে বশির মিয়া সহ ৪/৫ জন কাজে বাধা প্রদান করে এবং সেন্টারিং এর কাঠ,বাঁশ খুলে ফেলে দেয়। এসময় রাজমিস্ত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করতে চেষ্টা করে। এসময় বশির মিয়া জোরপূর্বক ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার এবং মোবাইল নিয়ে যায়। এক পর্যায়ে নজরুল ইসলামের স্ত্রী ও সন্তানদের ঘরের ভিতরে রেখে বাহির থেকে তালা লাগিয়ে দেয়। এমনকি তাদেরকে আগুনে পুড়িয়ে মারার হুমকি দেয়। প্রতিবন্ধী নজরুল ইসলাম বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। মোঃ নজরুল ইসলাম পঙ্গু জীবন নিয়ে স্ত্রী ও সন্তানদের জীবনের নিরাপত্তা চেয়ে আইনী সহযোগিতা কামনা করছে।