সুমন পালঃ
নরসিংদীর মাধবদীতে গলায় ফাঁস দিয়ে মোশারফ হোসেন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
২৩ মার্চ শনিবার রাতে মাধবদী থানাধীন দড়িকান্দী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ ওই গ্রামের রফিক মিয়ার ছেলে। ২৪ মার্চ রোববার সকালে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
পরিবারের দাবী একই এলাকার শাহ আলম, রুবেল ও কাউসার নিহত মোশারফ কে মানসিক, শারীরিক ও আর্থিক ভাবে নির্যাতন করে আসছিল। ঘটনার দিন রাত ৮টায় মোশারফ এর স্ত্রীর সামনে থেকে শাহ আলম ডেকে নিতে আসে, এসময় মোশারফ যেতে না চাইলে শাহ আলম তাকে জোর করে কলার ধরে টেনে নিয়ে যায়। তারপর থেকে মোশারফ সারারাত বাসায় না ফেরায় খুজা খুজি করে না পেয়ে পুরাতন ঘরে খুজ করে দেখতে পাই ঘরের ভিতর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ। মোশারফ এর পা দিয়ে রক্ত ঝড়ছিল। মোশারফ এর স্ত্রী জানায়, আমার দু বছরের একটি সন্তান রয়েছে। আমার স্বামীকে শাহ আলম, রুবেল ও কাউসার মেরেছে। তাকে মেরে লাশ ঘরের ভেতর ঝুলিয়ে রেখে বাহির থেকে তালা লাগিয়ে দেয়। যারা আমার অবুঝ সন্তানকে এতিম করেছে এবং আমাকে বিধবা করেছে আমি তাদের ফাঁসি চাই। প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি এবং ন্যায় বিচার দাবী করছি।