মকবুল হোসেন নরসিংদী : বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান ২৩ মার্চ শনিবার থানা বিএনপির সাবেক সভাপতি মাধবদী পৌরসভার সাবেক প্রশাসক সমির ভুঁইয়ার কবর জিয়ারত করেন। মরহুম নেতার কবর জিয়ারতের সময় ড আব্দুল মঈন খানের সাথে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক কেন্দ্রীয় কমিটির সম্পাদক লেঃ কঃ অবঃ জয়নাল আবেদীন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক নরসিংদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মন্জুর এলাহি, বিএনপি নেতা বাবুল সরকার, নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ সাধারণ সম্পাদক ডাক্তার জাকারিয়া, সারোয়ার মৃধা, কাজি ওয়াসিম প্রমুখ। পরে তিনি মরহুম সমীর ভুঁইয়ার বাসায় যান এবং মরহুমের সন্তান, আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করেন।
মকবুল হোসেন