সুমন পালঃ
নরসিংদীর মাধবদীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস মাধবদী শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে পালন করা হয়েছে। ১৭মার্চ রবিবার মাধবদী পৌরসভা হলরুমে দিবসটি উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌর কাউন্সিলর রাজিব আহমেদ, শেখ ফরিদ, হেলাল উদ্দিন, হায়দার আলী, নওশের আলী, বাবুল ভূইয়া, মহিলা কাউন্সিলর পিয়ারা বেগম, ফরিদা ইয়াসমিন, ফাতেমা বেগম, মায়া রানী দেবনাথ, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।