সুমন পালঃ
গত ২৭ ডিসেম্বর নরসিংদী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. বদিউল আলম স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, আগ্নেযাস্ত্র লাইসেন্স (রিভলবার) বাতিল বিষয়ে কেন ব্যবস্থা নেয়া হবে না তার লিখিত জবাব চাওয়া হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৪ ডিসেম্বর নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়। উল্লেখ্য গত ২oডিসেম্বর সকাল ১১টার দিকে আমদিয়ার ইউনিয়নের কান্দাইল গ্রামে দলীয় কর্মী-সমর্থক ও নৌকা প্রার্থী কে সাথে নিয়ে নৌকার প্রচারণা চালান নাজিম উদ্দিন ভুইয়া রিপন। সেসময় তার কোমরে একটি কালো রঙের পিস্তল গোঁজা ছিল। পরে নাজিম উদ্দিনের কোমরে পিস্তল সম্বলিত একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পরলে সে ছবি মূহুর্তেই ভাইরাল হয়ে যায়। এলাকার সাধারণ জনগণের মাঝে সৃষ্টি হয় আতংক। নাজিম উদ্দীন ভূইয়া রিপন কান্দাইল গ্রামের মৃত হাজী মিন্নত আলীর ছেলে। আমদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।