সুমন পাল ঃ সারা দেশে সকাল ও রাতে ঘনকুয়াশায় ঝেকে বসেছে শৈত্য প্রবাহ। এই শৈত্য প্রবাহে নি¤œ আয়ের মানুষের পাশে দাঁড়াতে প্রতি বছরের ন্যায় এ বছরও ধারাবাহিকতা বজায় রেখে আজ ১২ডিসেম্বর মঙ্গলবার মিডল্যান্ড ব্যাংকের সিএসআর প্রোগ্রাম ২০২৩ এর অধীনে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক মাধবদী উপ-শাখার ব্যবস্থাপক মনির হোসেন, মাধবদী শহর আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, রিলেশনশীপ অফিসার এনামুল হক, মাধবদী পৌরসভা ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেফাল সূত্রধর, ব্যাংক কর্মকর্তাগণ। মাধবদী এলাকার হতদরিদ্র দুইশত পঞ্চাশ জন মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।