নূরে আলম:
নরসিংদীর মাধবদী চরদিঘলদী এলাকায় রক্তাক্ত অবস্থায় এক গৃহ বধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে এলাকাবাসী উপজেলার চরদিঘলদী ইউনিয়নের নোয়াবপুর গ্রামের ফসলি জমির মাঠে তাউজ উদ্দিনের মেয়ে তোলা আক্তারের (২০) লাশ দেখতে পায়। লাশটি রক্তাক্ত অবস্থায় কচুরি পানার আড়ালে পরে ছিল। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্বার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠনো হয়।
এ ব্যাপারে নরসিংদী সদর অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ জানান, লাশটির ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারনে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া তা বলা যাচ্ছে না।