মোঃ মকবুল হোসেন নরসিংদীঃ নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৫ এর শপথগ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২ ডিসেম্বর
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তন নরসিংদীতে নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে সভার ১ম পর্বে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল আলম নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান ।
২য় পর্বে নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম নরসিংদী প্রেসক্লাবের পথচলার ৫০ বছরের বর্ণাঢ্য ইতিহাস তুলে ধরে আগামীর সুন্দর বাংলাদেশ তথা সুন্দর নরসিংদী গড়ার প্রত্যয়ে হলুদ সাংবাদিকতা পরিহার করে যার যার অবস্থান থেকে প্রশাসন ও সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সঠিক দিকনির্দেশনা দিয়ে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ।
এসময় মোতাহার হোসেন অনিক'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোবারক হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবু নিবারণ রায়, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান , নরসিংদী জেলা হাসপাতালের আরএমও ডাঃ মিজানুর রহমান, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, এনএসপির সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।
এসময় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব ও বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মোঃ মকবুল হোসেন মাধবদী নরসিংদী