মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদী নুরালাপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত টানা ভোটে ৬ জন প্রার্থী থেকে ৪জন প্রার্থী নির্বাচিত হন। সরাসরি ভোটে ২৬৯ ভোট পেয়ে তাবারক হোসেন ১ম, ২৬২ ভোট পেয়ে মোঃ মামুন মিয়া ২য়, ২৫১ ভোট পেয়ে মোঃ আব্দুল মোমেন ৩য় ও ২৩১ ভোট পেয়ে আব্দুল কুদ্দুস আলী ৪র্থ হয়ে নির্বাচিত হয়েছেন।
ইতোপূর্বে ১১ সদস্যের ম্যানেজিং কমিটির ১জন দাতা সদস্য, ১জন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, ২ জন সাধারন শিক্ষক প্রতিনিধি, ১জন মহিলা শিক্ষক প্রতিনিধি বিনাপ্রতিদ্বন্ধীতায় আগেই নির্বাচিত হয়ে গেছেন। এখন নির্বাচিত মোট ৯জন সভা করে একজন সভাপতি নির্বাচিত করবেন।
মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫