সুমন পালঃ
আসন্ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে পাল্টাপাল্টি নানা রকম কর্মসূচি। যার মধ্যে রয়েছে মিটিং, মিছিল, অবরোধ ও হরতাল। এসব কর্মসূচি পালন করতে গিয়ে একটি মহল রাজনীতির নামে নাশকতা করে নষ্ট করছে সরকারি সম্পদ। যার মধ্যে অন্যতম হলো রেলওয়ে সম্পদ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশনায় নরসিংদী জেলা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ এর পরিচালনায় নরসিংদী সদর উপজেলার আওতায় নরসিংদী সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান এর তত্বাবধানে গত ৩১ অক্টোবর থেকে রেলওয়ে সড়কের গুরুত্বপূর্ণ ৫টি পয়েন্টে তিন সিফটে ৫২জন আনসার ও ভিডিপি কর্মকর্তা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে সরকারি সম্পদ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতি মধ্যে দুটি ঘটনা আনসার ও ভিডিপি সদস্যদের নজরে আসায় দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাজারো মানুষ ও রেলওয়ে সম্পদ। নজরদারিতে থাকা পয়েন্ট গুলো হলো জিনারদী ব্রিজ সংলগ্ন রেল ক্রসিং, বাসাইল রেল ক্রসিং, তরোয়া জিরো পয়েন্ট রেল ক্রসিং, নরসিংদী রেল স্টেশন, বাদুয়ারচর ব্রিজ সংলগ্ন রেল ক্রসিং। নরসিংদী সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত যেকোন দূর্যোগ, বন্যা, খড়া, দূর্গা পূজা, জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচন, ভিআইপিদের নিরাপত্তা, শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা, মাদক উদ্ধার, মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা, এমনকি করোনা মহামারীতে অসহায় অনাহারী মানুষের পাশে দাড়ানো, লাশ দাফন সহ বিভিন্ন কাজে অংশগ্রহণ করে ইতোমধ্যে নরসিংদী সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। দেশ ও জনগণের স্বার্থে, সরকারের যেকোন উন্নয়ন মূলককাজে অংশগ্রহণ করতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।