সুমন পালঃ নরসিংদীর মাধবদীতে আধুনিক মানসম্মত সেবা নিয়ে চালু হলো নিউ প্রিমিয়াম সেলুন।আধুনিকতার ছোয়া ও উন্নত সেবা নিয়ে মাধবদী বাসষ্ট্যান্ড সংলগ্ন জজ ভূইয়া টাওয়ারের ৩য় তলায় আজ ১৪ নভেম্বর বিকেলে নিউ প্রিমিয়াম সেলুন এর যাত্রা শুরু হয়।উদ্যমী ফাইজুল ইসলাম(আবির), মোঃ বাপ্পি হোসেন ও মোঃ সানি তিন তরুনের অক্লান্ত প্রচেষ্টায় গড়ে তোলা হয় এ প্রতিষ্ঠান।অত্র প্রতিষ্ঠানের শুভাকাঙ্খী ও শুভানুদ্ধায়ীদের উপস্থিতিতে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে কার্য়ক্রম শুরু হয়।নিউ প্রিমিয়াম সেলুনে হেয়ার কাট, বিয়ার কাট, হাইড্রো ফেসিয়াল, গোল্ডেন ফেসিয়াল, ব্রাইটেনিং ফেসিয়াল, ব্রোন টিটমেন্ট, ছেলেদের যাবতীয় স্কীন ট্রিটমেন্ট, বডি স্পা, বডি মাসাস, মিনি কিউর, পেডি কিউর, হেয়ার ষ্টেট, হেয়ার বলিউম, হেয়ার কেরোটিন, হেয়ার স্পা, চুলের যাবতীয় ট্রিটমেন্ট করা হয়।