সুমন পালঃ নরসিংদীর মাধবদীতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কার পাওয়ায় মাধবদী জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে আজ ১৪ নভেম্বর মাধবদী জনকল্যাণ সংস্থার কার্যালয়ে মাধবদী থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও মুক্তাদীন ডাইং, প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলসের এমডি মোঃ জাকির হোসেন ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাধবদী জনকল্যাণ সংস্থার উপদেষ্টা আলহাজ্ব মোঃ ইসমাইল ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ সামসুল হক, সহ-সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলাম জুয়েল, সাধারন সম্পাদক হাজী মোঃ আইনুল হক, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হোসেন আলী, কোষাধ্যক্ষ মোঃ ছাদেকুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোদাচ্ছের হোসেন রানা, সদস্য নাজমুল ইসলাম সেন্টু, সদস্য সফিকুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রার্থী মোঃ সেলিম মিয়া, মাধবদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুহাম্মদ মুছা মিয়া প্রমূখ।
উল্লেখ্য যে, গত ৪ নভেম্বর কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের সৌজন্যে নরসিংদী জেলার বিভিন্ন কমিউনিটি পুলিশিং শাখার মধ্য থেকে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট অর্জন করেন মাধবদী থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন ভূঁইয়া ।