সুমন পালঃ পবিত্র ঈদে মিলাদুনন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মাধবদী পৌরসভায় আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাধবদী পৌরসভার হলরুমে এই দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক। মুফতী ইসহাক আল গাজীর সঞ্চালনায় মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী নিয়ে আলোকপাত করেন পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। মেয়র বলেন, নামাজের বিকল্প কোনো কিছু নেই তোমরা যারা যুবক আছো তারা নিজেদের দৈনন্দিন কাজের ফাঁকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নিবে যৌবন বয়সের ইবাদত আল্লাহতালা পছন্দ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাজিব আহমেদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, ১২নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল ভূইয়া, মাধবদী থানা শ্রমিক লীগের সভাপতি আনিসুর রহমান সোহেল, মাধবদী শহর শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, ছাত্রলীগ নেতা রানা মাসুদ সহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।