মাধবদী প্রতিনিধিঃ নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন চৈতাব এলাকায় মঙ্গল মিয়ার আবাদকৃত সবজি বাগানে মিলের বর্জ্যে সয়লাব হয়ে গিয়ে ব্যাপক ক্ষতি সাধিত হওয়ায় মিল মালিককে বিষয়টি অবগত করলে মিল মালিক ক্ষতি পূরন না দিয়ে উল্টো কৃষককে মারধর করে জীবনে মেরেফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাধবদী থানার অভিযোগ থেকে জানাযায়, মেহেরপাড়া ইউনিয়নের চৈতাব এলাকায় ইব্রাহিম মিয়ার জমি লিজ নিয়ে সবজি আবাদ করে আসছে কবিরাজপুর এলাকার মঙ্গল মিয়া। মঙ্গল মিয়ার সবজি খেতের পাশ্ববর্তী স্থানে রয়েছে মোশারফ হোসেন এর মালিকানাধীন সুতা রিকুনিং কারখানা। কারখানা থেকে নির্গত ধোনা ও ময়লায় মঙ্গল মিয়ার আবাদকৃত সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। বিষয়টি গত ৪/৯/২৩ ইং সকাল ১১টায় কারখানার মালিক মোশারফ হোসেন কে জানালে তিনি উত্তেজিত হয়ে মঙ্গল মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও এক পর্যায়ে মালিক মোশারফের ছেলে সজিব মিয়া ও মিলের শ্রমিকদের সহযোগিতায় কৃষক মঙ্গল মিয়াকে কারখানার ভিতরে নিয়ে এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পরে মঙ্গল মিয়া বিষয়টি এলাকা বাসীকে জানালে কোন প্রতিকার না পেয়ে ৫ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে মিল মালিক মোশারফ হোসেন ও তার ছেলে সজিব মিয়াকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাধবদী থানার উপ পরির্দশক আরিফুর রহমান জানান এমন একটি অভিযোগ পেয়েছি তদন্তের পর বলতে পারব। জমির মালিক ইব্রাহিম মিয়া বলেন, মিল মালিক আমাদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছে।
এ বিষয়ে মিল মালিক মোশারফের সাথে যোগাযোগ করা হলে তিনি উত্তেজিত কন্ঠে বলেন আমার বিষয়ে থানায় অভিযোগ হয়েছে আমি থানার সাথে বুঝব, আপনারা সাংবাদিক যা লেখার লিখেন।