মনিরুজ্জামান, নরসিংদীঃ
বন্ধুত্বের বন্ধন ছড়িয়ে যাক চারিদিকে এই শ্লোগানকে ধারন করে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে পালিত হলো সারা বাংলা ২০০৩ এসএসসি ব্যাচের ২০ বছর পূর্তি ও মিলনমেলা ২০২৩।
শনিবার (২ সেপ্টেম্বর) ড্রিম হলিডে পার্কের মধুরিমা পিকনিক স্পটে এ উপলক্ষ্যে দিনব্যাপী আলোচনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, লটারি ড্র, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসএসসি ২০০৩ ব্যাচ মাধবদী থানা শাখার আয়োজনে সকাল থেকে মাধবদীর ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কের মধুরিমা পিকনিক স্পটে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিভাগীয় শহর থেকে এসএসসি ২০০৩ ব্যাচের ৬ শতাধিক নারী-পুরুষ বন্ধুত্বের বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে।
এসময় লটারীর কুপন বিক্রি করে প্রাপ্ত ১৬ হাজার ১ শত ৬০ টাকা ব্যাচের অসুস্থ দুই বন্ধুর চিকিৎসার জন্য প্রদান করা হয়।
পরে আলোচনা, কবিতা আবৃত্তি ও লটারীর ড্র শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বন্ধুদের সম্মাননা স্মারক প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেশের প্রখ্যাত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন।