নিজস্ব প্রতিনিধি
নরসিংদী জেলার মেহেরপাড়া ইউনিয়ন ভগীরথপুর গ্ৰামের মেহের উদ্দিন চেয়ারম্যান বাড়ী সংলগ্ন বাইতুল সালাম মসজিদে ৭/৮/২০২৩ ইং রোজ সোমবার ২ ঘটিকার সময় মসজিদের ভিতরে এ ঘটনাটি ঘটে। মসজিদ কমিটির সহ-সভাপতি ১। মোঃ সজল ২। আনোয়ার হোসেন ৩।আনু নুর মোহাম্মদ। সর্ব পিতা মৃতঃ ফিরুজ মিয়া ।অপর পক্ষ মসজিদ কমিটির ক্যাশিয়ার ১। হোসেন মিয়া পিতা মৃতঃ মফিজ উদ্দিন ২। অলিউল্লাহ ৩। সাইফুল ইসলাম ৪। হাবিবুল্লাহ সর্ব পিতা হোসেন মিয়া। মসজিদে ঈমাম রাখা না রাখা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়,হাতা হাতি পরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।এ সময়ে উপস্থিত ছিলেন,জামাল উদ্দিন,রিপর মিয়া,কিরন মিয়া, রিফাত মিয়া, আলাউদ্দিন,মাসুম প্রমূখ।