মুহাম্মদ মুছা মিয়াঃ
কিছুদিন পূর্বে ত্রি-বার্ষিক কাউন্সিল ও কর্মী সন্মেলনের মাধ্যমে বাংলাদেশ তরিকত ফেডারেশন নরসিংদী জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। গত ১২ই জুন ২০২৩ ইং সোমবার নরসিংদী জেলা তরিকত ফেডারেশনের ৬১ সদস্য বিশিষ্ট্য পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের অন্যতম শরীকদল, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) নরসিংদী জেলা কমিটিতে মোঃ ছবির মিয়াকে সভাপতি ও মোঃ আনিসুর রহমান ইসমাইলকে সাধারন সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৬১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি অনুমোদন করেন বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী। এছাড়াও ১নং সহ-সভাপতি পদে ডাঃ মোঃ মানিক শাহ্ , সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, ১নং যুগ্ম- সাধারন সম্পাদক মোঃ আঙ্গুর মৃধা ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম আল-কাদ্বেরী প্রমখ নির্বাচিত হন।