নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে ইটাখোলায় মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জুলাই) সন্ধায় ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা গোলচত্বর সংলগ্ন শরীফ সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মো. রুবেল মিয়া (২০) নরসিংদীর শিবপুরের আয়ুবপুর ইউনিয়নের শাষপুর গ্রামের মো. হারুন মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় লোকজন জানান, ঘটনার সময় মো. রুবেল মিয়া মোটরসাইকেল নিয়ে শাষপুর থেকে ইটাখোলার দিকে যাচ্ছিলেন। ইটাখোলা গোলচত্বরের কাছাকাছি আসার পর শরীফ গ্যাস পাম্পের সামনে তিনি নিয়ন্ত্রণ হারান। এ সময় রুবেল মিয়া চলন্ত মোটরসাইকেলসহ ছিটকে মহাসড়কে পড়ে যান। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার জানান, চলন্ত মোটরসাইকেলসহ মহাসড়কে ছিটকে পড়ায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ঠিক কি কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়েছিলেন তা বুঝা যাচ্ছে না। তাঁর মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।