মকবুল হোসেন ঃ মাধবদীর বালাপুর নবিন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ জাকঝমকপূর্ণ ভাবে বিদ্যালয় প্রাঙ্গণে পালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম পি, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বাবু এমপি, নারায়ণগঞ্জ ২, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক। শতবর্ষ উৎযাপন কমিটির সভাপতি ও পাইকারচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর সবুর, পরিচালনা কমিটির সদস্য রিয়াজুল ইসলাম, সহ সাবেক ছাত্র, শিক্ষক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের মাঠে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীর আকর্ষণীয় স্টল স্থাপন করেন।
মকবুল হোসেন
মাধবদী নরসিংদী