নিজস্ব প্রতিনিধি : পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায়
মাধবদীর সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বনাইদ সোস্যাল সার্ভ এসোসিয়েশন (BSSA) এ-র নতুন কমিটি গঠণ করা হয়েছে। নতুন এ কমিটিতে পূণরায় নাইমুল ইসলাম নাইম'কে সভাপতি ও মীর রিয়াদ হোসেন'কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এ উপলক্ষ্যে রোববার (১১ই ফেব্রুয়ারী) বাদ মাগরিব ৭টায় মাধবদীর আমদিয়া ইউনিয়নের বনাইদ এলাকায় স্থাপিত এ-ই সংগঠনটির কার্য্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সকল সদস্যের মতামতের উপর ভিত্তি করে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ অপরিবর্তিত রেখে নতুন করে সাইফুল ইসলাম'কে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্য্যকরী কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠণ করা হয়েছে।
এ সময় অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য ও সংগঠনের উপদেষ্টা শরিফ উদ্দিন ভূইয়া মোশাররফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনাইদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আলী হোসেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন - সিনিয়র সহ সভাপতি সায়েম হোসাইন, সহ সভাপতি মীর কাশেম মিয়া, রনি ভূঁইয়া, শাহ আলম মিয়া, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল মিয়া, আশরাফ মিয়া,সাকিল মিয়া, মীর জাকারিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া,ফেরদৌস মিয়া, কোষাধ্যক্ষ ওমর ফারুক মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান জিহাদ, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আর এফ আল আমিন, প্রচার সম্পাদক আসিফ হাসান, সহ প্রচার সম্পাদক মেহেদি হাসান, ক্রীড়া সম্পাদক শরিফ মিয়া, সহ ক্রীড়া সম্পাদক রমজান মিয়া, দপ্তর সম্পাদক সজিব মিয়া ও ধর্ম বিষয়ক সম্পাদক আল আমিন মিয়া।
পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সদস্যগণ হলেন- ইউপি সদস্য শরিফ উদ্দিন ভূইয়া মোশাররফ, মোঃ আলী হোসেন স্যার, বাবুল মিয়া, মীর রতন ও জাফর মিয়া।
উল্লেখ্য যে, বনাইদ সোস্যাল সার্ভ এসোসিয়েশন নামে এই সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠাকাল হতেই সমাজ উন্নয়ন যথেষ্ট ভূমিকা রেখে আসছে। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ সহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে ইউনিয়নজুড়ে সকলের সূনাম কুঁড়িয়েছে।