নিজস্ব প্রতিনিধি:
নববর্ষ উপলক্ষে নরসিংদীতে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে নরসিংদী কলেজ অব এডকেশন নামে একটি প্রতিষ্ঠান। নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল জাকি, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহ, কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধাসহ অন্যরা। উৎসবে ১২টি স্থল নিয়ে অংশগ্রহকারীদের মধ্যে প্রায় দুশ প্রকারের পিঠা উপস্থাপন করা হয়। সব শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন অতিথিগণ।