মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদী পাইকারচর ইউনিয়নের বীর মক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পাইকারচর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ নভেম্বর বেলা ১১টায় মাধবদীর পুরানচর বাজারে পাইকারচর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কার্যালয়ে এসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন নরসিংদী সদর উপজেলার সদ্য সাবেক কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন দাস (মহাদেব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকারচর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জমির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার সদ্য সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম। এসময় আরো উপস্থিত ছিলেন পাইকারচর ইউনিয়নের সদ্য সাবেক কমান্ডার লস্কর আলী, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি জামাল মিয়া বাদশা, নরসিংদী সদর উপজেলা শাখা সভাপতি ওসমান প্রধান, সেক্রেটারী মোঃ মিলন মিয়া, মাধবদী পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদ কামান্ডের সভাপতি মোঃ শাওন পাঠান, মেহেরপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মৃদুল, আমদিয়া ইউনিয়ন শাখার সভাপতি রেজাউল করিম রাসেল প্রমূখ।