সুমন পালঃ নরসিংদীর মাধবদী বালুচরে ছোট ভাইয়ের স্ত্রীর সাথে পরকিয়ায় বাধা দেওয়ায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন হামলায় আহত বালুচর গ্রামের মোঃ আলতাফ হোসেন। অভিযোগে বলা হয়েছে মোঃ আলতাফ হোসেন তার ছোট ভাই মোঃ জাকির হোসেনের স্ত্রী মোসাঃ রিনা আক্তারের সাথে মহিষাশুরা গ্রামের নজরুল ইসলামের পুত্র মোঃ সৌরভ মিয়ার পরকিয়া বাধা দেওয়ায় হামলা করা হয়। ১৪ নভেম্বর সকাল সাড়ে ৭টায় মোঃ জাকির হেসেন, মোসাঃ রিনা আক্তার , মোঃ সৌরভ মিয়া আলতাফ হোসেনকে নিজ ঘর থেকে ডেকে বাহিরে এনে গালাগালি করে এবং একপর্যায়ে হামলা চালিয়ে মারাত্নকভাবে রক্তাক্ত জখম করে। আলতাফের স্ত্রী এগিয়ে আসলে তাকেও মারপিট করে । আহতদের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।